বাংলায় তাঁকে তেরঙ্গা যাত্রা করতে দিচ্ছে না পুলিশ। শুক্রবার এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার শুভেন্দুর দফতর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে এই ব্যাপারে ফোন করেন অমিত শাহ। তাঁদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয়েছে। তাঁদের এই ফোনালাপের পরেও বিজেপির অভিযোগ এদিনও মেদিনীপুর সংশোধনাগারে পতাকা লাগাতে গেলে পুলিশ কেন্দ্রীয়মন্ত্রী ও বিজেপি সাংসদ সুভাস সরকারকে বাধা দেয়।
শুক্রবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় বাধা পেয়েছিলেন শুভেন্দু অধিকারি। পুলিশের সঙ্গে তাঁর বিতণ্ডাও হয়েছিল। পুলিশের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছিলেন শুভেন্দু। তারপরেই রাজ্যের পুলিশের বিরুদ্ধে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পাল্টা দাবি করে পুলিশ জানিয়েছিল, সাধারণ পদযাত্রার অনুমতি নিয়ে বাইক মিছিল করতে গিয়েছিলেন শুভেন্দু। তাই মিছিল আটকে দেওয়া হয়েছিল।
শনিবারও হাওড়ায় পদযাত্রা করেছেন বিরোধী দলনেতা। যদিও তাঁর মিছিল আটকানো হয়নি। এদিন হাওড়ায় মিছিল শেষে ফের রাজ্য সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারী।