সাইকেলে (Cycle) চড়ে শীর্ষে বাংলা (West Bengal)। সৌজন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প সবুজসাথী (Sabujsathi)। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে। পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়। ওই সমীক্ষার প্রশ্নের বাকি সবের সঙ্গে প্রশ্ন করা হয় সাইকেল আছে কীনা ? তাতে দেখা গিয়েছে, পরিবার পিছু সাইকেল থাকার নিরিখে যোগীর উত্তরপ্রদেশকে (Uttar Pradesh) পিছনে ফেলে দিয়েছে বাংলা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাজ্যের ৭৯ শতাংশ পরিবারে একটি করে সাইকেল রয়েছে। যা সারা দেশের নিরিখে সর্বাধিক। এই হার দেশের হারের থেকে অনেকটাই বেশি।
২০১৯-২০২১ সাল পর্যন্ত চলা সমীক্ষায় দেখা গিয়েছে, পরিবার পিছু সাইকেল থাকার ক্ষেত্রে বাংলার পর শতাংশের হিসাবে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। তৃতীয় এবং চতুর্থ স্থানে ওডিশা (Odisha) ও ছত্তীশগড় (Chattisgrah)। উল্লেখযোগ্য ভাবে সাইকেলের ব্যবহার অনেকটাই কম নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাজ্য গুজরাতে (Gujrat)।
নবান্নে সূত্রে দাবি, রাজ্যের ৭৯ শতাংশ সাইকেল থাকার নেপথ্যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজসাথী। ২০১৫ সালে চালু হয় সবুজসাথী প্রকল্প। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত যেমন সহজ হয়েছে তেমনই দূষণমুক্ত যানের প্রসার ঘটেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রসংশা করেছে। ২০১৫ থেকে দফায় দফায় সবুজসাথী প্রকল্পে এখনও পর্যন্ত এক কোটির কিছু বেশি সাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।
যদিও রাজ্যের এই সাফল্য খুব বেশি আমল দিতে চান না বিরোধী নেতারা। গুজরাতের সঙ্গে উদাহরণ টেনে তাঁদের অভিযোগ, বাংলায় অর্থনীতি এতটাই খারাপ যে মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি যথেষ্ট কম।