বিয়ের পর ১৮ বছর কেটেছে, সন্তান হয়নি, তাই নিয়ে নিয়মিতই নানা কথা শুনতেন মহিলা। অবশেষে সন্তানের জন্ম দিলেন, চিকিৎসকেরা জানালেন, প্লাস্টিকের পুতুল রং করে 'সন্তান' বলে চালানো হয়েছে।
উত্তরপ্রদেশের এটাওয়ার বাধপুরা থানার অন্তর্গত এলাকার ঘটনা। গত ছ’মাস ধরে চিকিৎসা কেন্দ্রে নিয়মিত যাতায়াত করেন ৪০ বছরের মহিলা। আত্মীয় ,পড়শি সকলকেই জানিয়েছিলেন, তিনি সন্তানসম্ভবা। অবশেষে শিশুর জন্ম দেন ওই মহিলা। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, শিশুটি রক্তমাংসের নয়, বরং প্লাস্টিকের একটি পুতুল রং করে চালানো হয়েছে। মহিলার এক্স-রে ও অন্য রিপোর্ট খতিয়ে দেখেন চিকিৎসকরা। জানান, ওই সব রিপোর্টও ভুয়ো।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, মহিলা পেটের সংক্রমণের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে আসতেন। সন্তানসম্ভবা তিনি কখনওই ছিলেন না।