ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম গ্রেফতার। বৃহস্পতিবার তৃণমূল নেতাকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে লালবাজারে আনা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনের আগে মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ নেতাকে খুনের অভিযোগে আরাবুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার আরাবুল ইসলাম ও তাঁর ছেলে আসেন উত্তর কাশীপুর থানায়। উপস্থিত ছিলেন ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ। পঞ্চায়েত ভোটে গণ্ডগোলের ঘটনায় এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর আইএসএফ নেতাকে খুনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। দুটি ঘটনাতেই আরাবুলের নামে অভিযোগ দায়ের করা হয়।