কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে এবং বামপন্থী দলগুলির সমর্থনে ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। ধর্মঘটের প্রথম দিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গে মিশ্র প্রভাব পড়লেও দ্বিতীয়দিনে অনেকটাই স্বাভাবিক জনজীবন। তবে পথে নেমেছেন বামেরা।
কোচবিহারে আজও বেসরকারি বাস চলছে না। দোকানপাটও কিছু জায়গায় বন্ধ। পুলিশি পাহারায় চলছে সরকারি বাস। এরই মধ্যে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। কলকাতার বিভিন্ন জায়গায় মিছিল করছেন বনধ সমর্থকেরা।
বারাসাত, দাসপুর, রামপুরহাট, চণ্ডীপুরে অবরোধ। বীরভূমের রামপুরহাটে আজ সকালে মিছিল করেন বাম কর্মী সমর্থকরা। বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট দশেক অবরোধ করা হয়।
দু'দিনের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলি। এই সেক্টর বাম প্রভাবিত। প্রথম দিন সম্পূর্ণ স্তব্ধ ছিল ব্যাঙ্কিং পরিষেবা। দ্বিতীয়দিনও কার্যত তাই।
ধর্মঘটের সমর্থনে যাদবপুরের হালতু সাঁপুইপাড়া চত্বরে মিছিল করেন সিপিএমের কর্মীরা। বামেদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় আক্রমণ করে মারধোর করে তাঁদের। সিপিএমের এরিয়া সম্পাদক মানস মজুমদার সমেত ৫ জন গ্রেপ্তার হন।
আরও পড়ুন: Bharat Bandh: ধর্মঘটের মিশ্র প্রভাব রাজ্যে; রেল, জাতীয় সড়ক অবরোধ
বজবজ শিল্পাঞ্চলের একাংশে ধর্মঘটের প্রভাব পড়েছে। বেশ কিছু জুট মিল বন্ধ। তবে ব্যারাকপুর শিল্পাঞ্চল প্রায় স্বাভাবিক। ডুয়ার্সের চা বাগানের একাংশে ধর্মঘটের প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর নেই।