বামপন্থী দলগুলির (Left Front) সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের (strike) দ্বিতীয় দিনেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ চলছে। নদীয়, কোচবিহার, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন বামকর্মীরা। অন্যদিনের তুলনায় বেসরকারি গাড়ি কম চলাচল করছে। হাওড়া ব্রিজ তুলনায় ফাঁকা। তবে মোটের উপর ট্রেন চলাচল স্বাভাবিক।
বামেদের ডাকা বনধের প্রভাব পড়েছে ডুয়ার্সের চা বাগানে। অনেক বাগানেই বন্ধ রয়েছে কাজ। শিলাঞ্চলেও বনধের কিছুটা প্রভাব পড়েছে। একাধিক জুটমিল বন্ধ রয়েছে বজবজ শিল্পাঞ্চলে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে ধর্মঘটের তেমন প্রভাব নেই। তবে পিকেটিং করেছেন বনধ সমর্থকেরা।
আরও পড়ুন: Bharat Bandh: ধর্মঘটের দ্বিতীয় দিনেও স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা, বিক্ষোভ বামেদের
জেলায় জেলায় বনধের সমর্থনে মিছিল করেছেন বামকর্মীরা। কলকাতার হালতুর মিছিল থেকে৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।