আগামী ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল পুরনিগমের ভোটগ্রহণের কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission)। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতার(KMC) মতো বিধাননগরেও(Bidhan Nagar Corporation) কী কাউকে 'মেয়র' হিসেবে মুখ করে এগোবে না তৃণমূল(TMC)? যদি তাই হয়, তাহলে সেই মুখ কে হবেন?
বিধাননগর পুরনিগমের(Bidhan Nagar Corporation) ৪১টি ওয়ার্ডের মধ্যে ২৩টি সংরক্ষণের(Reservation) আওতায় রয়েছে। তবে কৃষ্ণা চক্রবর্তী, তাপস চট্টোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের ওয়ার্ড সংরক্ষণের(Reservation) বাইরে। সব্যসাচী ছিলেন বিধাননগরের(Bidhan Nagar Corporation) প্রথম মেয়র(Mayor)। তাঁর বিজেপিতে(BJP) যোগদানের পর দায়িত্ব পান কৃষ্ণা। পুরনিগমের মেয়াদ শেষের পর পুরপ্রশাসকের দায়িত্ব পালন করেন কৃষ্ণা চক্রবর্তী।
তৃণমূল(TMC) শিবিরে রয়েছেন দু'জন প্রাক্তন মেয়র, এবং ডেপুটি মেয়র(Deputy Mayor) তাপস চট্টোপাধ্যায়। সংরক্ষণের ফলে প্রার্থী বদলের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবার। বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, সুধীর সাহা, নির্মল দত্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়দের ওয়ার্ড সংরক্ষণের আওতায় পড়েছে। ফলে তাঁদের টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আরও পড়ুন- Anubrata Mandal: রাজ্যসভার সাংসদ হতে বলেছিলেন মমতা, শুনে দল ছাড়তে চেয়েছিলেন অনুব্রত!
বিধাননগর পুরনিগমের(Bidhan Nagar Corporation) ১১, ১৪, ২০, ২২, ২৩, ৩৫, ৩৭, ৩৮ নম্বর ওয়ার্ড সংরক্ষিত বলে ঘোষণা করা হয়েছে জেলাশাসকের(District Magistrate) তরফে। তপশিলি উপজাতিদের(ST) জন্য সংরক্ষিত ২৮ নম্বর ওয়ার্ড। মহিলাদের(Female) জন্য সংরক্ষিত(Reservation) হয়েছে ২, ৫, ৮, ১২, ১৪, ১৬, ১৯, ২৩, ২৫, ২৯, ৩২, ৩৬, ৩৭ ও ৪১ নম্বর ওয়ার্ড।