পঞ্চায়েত নির্বাচন নিয়ে উত্তাপ বাড়ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে চিঠি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর। জানালেন, প্রত্যেক বুথে ভোটদানের জন্য তিনটি কক্ষ প্রয়োজন।
কেন এই তিনটি কক্ষ প্রয়োজন, তাও চিঠিতে লিখেছেন বিমান বসু। তাঁর মতে, অন্য নির্বাচনের তুলনায়, পঞ্চায়েত নির্বাচনে বেশি মানুষ ভোটদানে অংশ নেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেক ভোটারকে তিনটি ব্যালট পেপারে ভোট দিতে হয়। সময় বেশি লাগে। তাই তিনটি ভোটকক্ষের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বাজারে আকাশছোঁয়া সবজি, সুফল বাংলার বিপনিতে ছাড় দেবে রাজ্য
প্রশিক্ষণের সময় ভোটকক্ষের সংখ্যার বিষয় বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভোটকর্মীরা। কোনও জেলায় তিনটি ও কোনও জেলায় একটি ভোটকক্ষের কথা বলা হয়েছে। নির্বাচন কমিশনকে চিঠি লিখে বিমান বসু জানান, এই নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া প্রয়োজন।