আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) বাড়িতে গেলেন রাজ্যের শীর্ষ বামপন্থী নেতারা। আনিসের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা।
বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএমের (CPM) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র (SuryaKanta Mishra), সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়রা ছিলেন প্রতিনিধি দলে। বাম নেতারা জানান, আনিসের খুনের বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে।
আনিস খানের হত্যার প্রতিবাদে এদিনও আমতায় বিক্ষোভ দেখান বাম ছাত্রযুবরা। কলকাতাতেও তুমুল বিক্ষোভ দেখান তাঁরা।