রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR দায়ের মন্ত্রী বীরবাহা হাঁসদার। সম্প্রতি জঙ্গলমহলে গিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে কটূক্তি করার অভিযোগ উঠেছিল বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
শুভেন্দু মন্তব্য করেছিলেন, বীরবাহা ও জঙ্গলমহলের তৃণমূল নেতাদের জুতোর তলায় রাখা উচিত। বিরোধী দলনেতার এই মন্তব্যের জেরেই বুধবার FIR দায়ের করা হল। জানা গিয়েছে, SC/ST আইনেই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত ১১ নভেম্বর নন্দীগ্রামের সভা থেকে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কটূক্তি করেছিলেন শাসকদলের মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরি। যার জেরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। অখিলের বিরুদ্ধে একাধিক FIR সহ জাতীয় মহিলা কমিশনেও নালিশ ঠুকেছিল বিজেপি। এই ইস্যুতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছেন অখিল গিরি। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও।
এই পরিস্থিতিতে মঙ্গলবার শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপির শীর্ষ নেতৃত্বকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ দাবি করেছিলেন যে ক্ষমতা মমতা বন্দোপাধ্যায়ের রয়েছে, তা মোদী অমিত শাহদের নেই। তৃনমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের এই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই FIR করা হল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যা নিয়ে নতুন করে রাজ্য রাজনীতি উত্তাল হওয়ার সম্ভাবনা উস্কে উঠল।