শান্তিনিকেতনের (Shantiniketan)চড়ক মেলা থেকে অপহরণ করে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ কাণ্ডে (Shantiniketan Rape Case) তদন্ত শুরু করলেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করলেন এডিজি সঞ্জয় সিং ও আইজি ভরতলাল মিনা। তাঁদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Nagendra Nath Tripathi)।
নাবালিকার সঙ্গে থাকা এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের স্কেচ তৈরির চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানান, নাবালিকা এখন সুস্থ আছেন। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, "আমরা ধর্ষণের অভিযোগ পেয়েছি। মেয়েটি স্থানীয়। মেডিকেল বোর্ড গঠন করে মেয়েটির চিকিৎসা চলছে। এখন সুস্থ আছে। মেয়েটি প্রেমিকের সঙ্গে একটি মাঠে বসেছিল। সঠিক কতজন ছিল বলতে পারছে না। ৪ জন মতো ছেলে এসেছিল। তারা এসে এই কাজ করে। তারপর সেই অভিযুক্তরা পালায়। এখনও পর্যন্ত কোনও তথ্য দিতে পারেনি। আমরা শনাক্ত করার চেষ্টা করছি।"
আরও পড়ুন: নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ শান্তিনিকেতনে, অভিযুক্ত পাঁচ
এদিকে এই ঘটনায় ভেঙে পড়েছেন শান্তিনিকেতনের আদিবাসী নাবালিকার মা। তিনি বলেন, "এক বান্ধবীর বাড়ি গিয়েছিল। সেটাই আমি জানতাম। কোথায় গিয়েছিল, সেটা বলতে পারব না। কাল তিনটে নাগাদ বান্ধবীর বাড়ি যায় সে।"