তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নিয়ে কটাক্ষ বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের।
জেলায় জেলায় চলছে 'দিদির দূত' কর্মসূচি (Didir Doot Campaign)। আর এই কর্মসূচিতে বেরিয়ে একাধিক স্থানেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল (TMC) নেতা, বিধায়কদের। ফেসবুকে এই গোটা ঘটনারকে কটাক্ষ করে কবিতা পোস্ট করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে রুদ্রনীল ক্যাপশনে লেখেন, 'দুয়ারে ভূত'। গোটা কবিতাজুড়েই কটাক্ষ করেছেন তৃণমূলের 'দিদির দূত' কর্মসূচিকে। রুদ্রনীলের কবিতার নাম 'বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা', পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলেও বিদ্রুপ করেন তিনি।
প্রসঙ্গত, এর আগেও তৃণমূলের সমালোচনা করে নান সময়ে ভিডিও/কবিতা পোস্ট করেছেন রুদ্রনীল ঘোষ।