কাশীপুরে যুবনেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে বিজেপির দাবি, খুন করা হয়েছে তাঁকে । ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর । আর এই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই, যুব নেতার মৃত্যু নিয়ে বিজেপির অন্দরেই শোনা গেল দুই সুর । ভিন্ন মত শোনা গেল বিজেপির দুই নেতার মুখে ।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে যে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়েছে, সেখানে বলা হয়েছে, 'গলায় ফাঁস লেগে ঝোলার কারণে বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু হয়েছে । ঝোলার আগে পর্যন্ত তাঁর শরীরে প্রাণ ছিল ।' এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সম্পাদক এবং আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল ( advocate Priyanka Tibrewal ) প্রশ্ন তুলেছেন, যুব নেতাকে ফাঁসিতে ঝোলাল কে ? আবার, বিজেপিরই সাংসদ এবং চিকিৎসক সুভাষ সরকার (MP Subhas Sarkar ) আবার যুবনেতার মৃত্যুকে 'দুর্ঘটনা'- বলেছেন । সেইসঙ্গে ডিপ্রেশনের প্রসঙ্গও তুলেছেন । দলেরই দুই সদস্যের এই ভিন্ন মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি ।
এদিকে, মৃতের দাদার দাবি, খুনই করা হয়েছে তাঁর ভাইকে । CBI তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা । অপেক্ষা এখন ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের । আপাতত, অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর তদন্ত সিটের হাতেই রয়েছে । তবে, পুলিশ সূত্রে খবর, অর্জুনের পরিবারের সদস্যরা তদন্তে সহযোগিতা করছেন না ।
শুক্রবার সকালে কাশীপুর রেল কলোনির পরিত্যক্ত আবাসন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ(BJP Activist Death)। শাসকদল তৃণমূলের(TMC) হাতে ছেলের খুনের অভিযোগ তুলেছিলেন মৃত বিজেপি কর্মীর মা । ঘটনার দিনই কাশীপুরে যান অমিত শাহ । এরপরেই যুব নেতার মৃত্যুর ঘটনা রাজনীতির রং লাগে । অমিত শাহ অভিযোগ তোলেন, রাজনৈতিক হিংসা থেকেই অর্জুনকে খুন করা হয়েছে । সেখানে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর বিজেপিরই দুই সদস্যের ভিন্ন মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ।