রাজ্যপালকে নিয়ে শুভেন্দু-অসন্তোষের জেরে 'সিঁদুরে মেঘ' দেখছে বিজেপি। সিভি আনন্দ বোসের শপথ অনুষ্ঠান বয়কট নিয়ে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তে প্রাথমিকভাবে 'রাজনৈতিক অস্ত্র' হিসেবেই নিয়েছিল বঙ্গ বিজেপি। এমনকি, সেই পথেই হেঁটেছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সিভি আনন্দ বোস এবার ঘনঘন শুভেন্দুর আক্রমণের মুখে পড়ায় যথেষ্ট চিন্তায় পড়েছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, শুভেন্দুর পথে বাকিদের হাঁটতে বারণ করেছেন নাড্ডা-অমিত শাহরা। ফলে প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ছাড়া আর কেউই শুভেন্দুকে সমর্থন করেননি।
সুকান্ত মজুমদার জানান, রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানেই হবে। কিন্তু তৃণমূলের সঙ্গে লড়াইয়ে কোনওভাবেই রাজভবনকে অস্ত্র করা যাবে না। রাজ্যপাল-শুভেন্দু দ্বন্দ্বে এভাবেই দলের অবস্থান স্পষ্ট করেন সুকান্ত। এমনকি, রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের সঙ্গে রাজনীতির দূরত্ব যে বিস্তর, সেকথাও স্মরণ করিয়ে দেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন- Adani Ports: লাভ কমলেও আয় বেড়েছে আদানি পোর্টের, তবে শেষ ১৪ দিনের হিসেব কোথায়, প্রশ্ন অনেকের