সবকিছু ঠিক থাকলে এবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে রাজ্য রাজনীতি। আসন্ন বাজেট অধিবেশনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের(Biman Banerjee) বিরুদ্ধে অনাস্থা আনতে পারে বিজেপি(BJP)। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানান, এ বিষয়ে আলোচনার পর বিজেপির পরিষদীয় দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জানা গিয়েছে, সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে বেনামি আবেদন ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনার কথা জানায় বিজেপি(BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে রাজ্য মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অযোগ্য চাকুরিজীবীদের(SSC Recruitment Scam) পদে বহাল রাখতে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে সায় দেয় রাজ্য মন্ত্রিসভা। এ বিষয়ে বিধানসভায় আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা। কিন্তু আদালতের বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ না করতে চেয়ে প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। এরপরেই বিধানসভা থেকে সদলবলে ওয়াকআউট করে বিজেপি।
আরও পড়ুন- Suvendu Adhikari: 'পুরো ক্যাবিনেটের জেল চাই', বেনামী আবেদন ইস্যুতে তোলপাড় বিধানসভা, ওয়াকআউট বিজেপির
উল্লেখ্য, গত শুক্রবার এই মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে(Manish Jain) তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হাইকোর্টের(Calcutta High Court) ১৭ নং এজলাসে মণীশ জৈন জানান, এই 'বেআইনি' শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তারপরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।