লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে জোর আলোচনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। সূত্রের খবর, শুক্রবার প্রথম দফার প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। এবং প্রার্থী বাছাইয়ের জন্য একাধিক বিষয়ের উপর জোর দিয়েছে তারা।
কীভাবে প্রার্থী বাছাই?
সূত্র মারফত জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক বৈঠক করেছে। এছাড়াও সাধারণ মানুষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূল স্তরের মতামত জানার জন্য নমো অ্য়াপকে কাজে লাগিয়েছে গেরুয়া শিবির।
শুক্রবার রাজ্যে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে রাত আড়াইটা পর্যন্ত বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জে পি নাড্ডা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।