তিনি বিজেপিতেই আছেন। ছবি বিকৃত করা হয়েছে। দলবদলের জল্পনায় মুখ খুললেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiraan Chatterjee)। শনিবার সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিজেপি বিধায়ক।
শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠক করেন হিরণ। নিজাম প্যালেসের দফতরে আধঘণ্টা ছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই তাঁর দলবদল নিয়ে জল্পনা চলছে। একটি ছবি ভাইরাল হয়ে যায়। তৃণমূলের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি বিধায়ক হিরণ।
আরও পড়ুন: পণের দাবিতে অত্যাচার, গলায় দড়ি গৃহবধূর, ঘটনার জেরে চাঞ্চল্য হরিদেবপুরে
জল্পনা আরও বাড়ে। টুইটার অ্যাকাউন্টে বিজেপি মুছে খড়গপুরের বিধায়ক ও কাউন্সিলর লেখা হয়। তিনি কোনও দলের সঙ্গে যুক্ত, তা হিরণের টুইটার অ্যাকাউন্টে লেখা ছিল না। দলবদলের জল্পনার মধ্যেই খড়গপুরের সভায় হিরণ বলেন, "সময় সব উত্তর দেবে।" তিনি জানান, "জীবনে আজ অবধি কালো দাগ লাগার সুযোগ দিইনি।"