কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়ায় বাঁকুড়ার নীলাদ্রিশেখর দানা, চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষ সহ বেশকিছু বিজেপি বিধায়কের। নাম জড়ায় বিজেপির দুই সাংসদ সুভাষ সরকার এবং জগন্নাথ সরকারের। এবার সেই নীলাদ্রি দানাকেই তলব করল সিআইডি। মঙ্গলবার ভবানী ভবনে তাঁকে ডাকা হয়েছে। অভিযোগ, তাঁর মেয়ে মৈত্রী দানার নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। মৈত্রীকে জিজ্ঞাসাবাদ করতে এর আগে বাঁকুড়াও যায় সিআইডির টিম।
বর্তমানে কল্যাণী এইমসে কর্মরত মৈত্রী। তাঁর সঙ্গে ওই একই জায়গায় কাজ করছেন বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষও। তাঁদের দুজনের বিরুদ্ধেই প্রভাব ঘাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। আগেই মৈত্রীর পাশাপাশি অনসূয়াকেও তলব করে সিআইডি।
চলতি বছরেই বনগাঁর এক বিজেপি নেতার অভিযোগপত্রে এই দুর্নীতির কথা উঠে আসে। অভিযোগ জমা পড়্রে খোদ অমিত শাহের কাছে। পরে বাঁকুড়া-চাকদহের বিধায়ক ছাড়াও নাম জড়ায় বাঁকুড়া ও রাণাঘাটের সাংসদের। পরে এই চারজনের নামেই এফআইআর দায়ের করা হয় কল্যাণী থানায়।