স্কুল সার্ভিসের মাধ্যমে বেনামী আবেদন মামলায় তোলপাড় বিধানসভা (West Bengal Assembly)। সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার ইস্তফা নিয়ে আলোচনার দাবি করে বিজেপি(BJP)। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) তাতে সায় না দিলে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা (BJP MLAs)। এরপর বাইরে এসে মন্ত্রিসভার গ্রেফতারির দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আপাতত এ বিষয়ে হাইকোর্টের(Calcutta High Court) নির্দেশের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত(Supreme Court)। তবে এই ঘটনায় নতুন করে উজ্জীবিত হয়েছে রাজ্যের বিরোধীরা। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) নেতৃত্ব ও মুখ্যসচিবের উপস্থিতিতে এই প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভায়। ফলে তিনি গোটা মন্ত্রিসভার ইস্তফা দাবি করেছেন।
আরও পড়ুন- Partha Chatterjee on TMC: পঞ্চায়েতে জিতবে কে? জেলবন্দি পার্থ জানালেন, 'তৃণমূল, তৃণমূল'
উল্লেখ্য, গত শুক্রবার এই মামলায় শিক্ষাসচিব মণীশ জৈনকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার হাইকোর্টের ১৭ নং এজলাসে মণীশ জৈন জানান, এই 'বেআইনি' শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। তারপরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।