লোকসভার পর এবার রাজ্যসভা(Lok Sabha)। বগটুইয়ের ঘটনাকে হাতিয়ার করে ফের রাজ্যে রাষ্ট্রপতি শাসনের(President's Rule in West Bengal) দাবি জানাল বিজেপি(BJP)। এবার রাজ্যসভায়, রামপুরহাটের ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়(Rupa Ganguly)। রূপা বলেন, ‘‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গে গণহত্যা(Genocide) চলছে। মানুষ রাজ্য ছেড়ে পালাচ্ছেন। শিশু-বয়স্ক, সবাই চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।’’
শুক্রবার অধিবেশন শুরুর আগেই জিরো আওয়ারে (Zero Hour) বগটুই কাণ্ড নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন এই বিজেপি সাংসদ(BJP MP)। জিরো আওয়ার শুরু হতেই বক্তব্য রাখতে ওঠেন রূপা(Rupa Ganguly)।
রামপুরহাটের(Rampurhat Genocide) নির্মম হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দেন তিনি। কীভাবে গ্রামের মহিলা ও শিশুরা অত্যাচারের শিকার হয়েছে এবং গ্রামবাসীরা ভয়ে পালিয়ে যাচ্ছেন, তাও বক্তব্যে তুলে ধরেন। এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি রাষ্ট্রপতি শাসনের(President's Rule in West Bengal) দাবি জানান এই বিজেপি সাংসদ।
আরও পড়ুন- Birbhum Violence: বগটুই কাণ্ডে সিবিআই, কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তের বাইরে সিট
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ খুন হন বগটুইয়ের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ(Vadu Sekh)। এর এক ঘণ্টার মধ্যেই গ্রামের একাধিক বাড়িতে আগুন(Fire) লাগানোর অভিযোগ ওঠে ভাদুর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) সিট গঠন করেন। তবে আজ সকালেই কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) তরফে ঘটনার তদন্তভার সিবিআইয়ের(CBI) হাতে তুলে দেওয়া হয়।