এবার দুর্গাপুরে সুশাসন দিবসের মঞ্চ থেকে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের(Dilip Ghosh)। আসানসোল কাণ্ডে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেন তিনি। তাঁর কথায়, লক্ষ্মীর ভাণ্ডারের(Laxmir BHandar) জন্য লাইন দিতে গিয়ে ধাক্কাধাক্কি-ঠেলাঠেলিতে বহু মানুষের প্রাণ গেছে। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) বিরুদ্ধে একটাও মামলা হয়নি। এমনকি, সেই মৃত্যুর কোনও রেকর্ড নেই বলেও দাবি দিলীপের। শুধু তাই নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে(TMC Group Clash) কেউ মারা গেলেও বিজেপি নেতাদের নামে মামলা হয় বলেও অভিযোগ এই বিজেপি সাংসদের।
এদিন দুর্গাপুরের মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচন(Panchayet ELection 2023) নিয়েও শাসক তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। সদ্য সমাপ্ত দিল্লি-হিমাচল-গুজরাট নির্বাচনের(Himachal Election 2022) প্রসঙ্গ টেনে এনে তাঁর দাবি, কোথাও বিজেপি(BJP won in Gujarat Election) হেরেছে, কোথাও জিতেছে। কিন্তু নির্বাচনে রক্ত ঝরেছে, এই অভিযোগ কেউ করতে পারবে না। কিন্তু বাংলায় নির্বাচন মানেই হিংসা-হানাহানি-রক্তপাত।
আরও পড়ুন- Pan-Aadhar Link: প্যান-আধার লিঙ্ক করা না হলে আর কাজ করবে না প্যান কার্ড, টুইটে জানালো আয়কর দফতর
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে হিংসার ঘটনায় উদ্বিগ্ন এই বিজেপি সাংসদ(BJP MP Dilip Ghosh)। দিলীপ ঘোষ এদিন জানান, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে জানা নেই। কিন্তু বিভিন্ন জায়গা থেকে বোমা-গুলির আওয়াজ আসছে। কিন্তু এই পরিস্থিতি ঠেকাতে পুলিশের(Police on Asansol Stampede Case) কোনও ভূমিকা নেই বলেও তাঁর অভিযোগ। তারা শুধু বিজেপি নেতাদের ঠেকাতে ব্যস্ত বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।