শিলিগুড়ির(Siliguri) ১৫ নং ওয়ার্ডে প্রার্থীর নাম ফাঁকা রেখে দেওয়াল লিখন শুরু করে দিল বিজেপি(BJP)। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ(Shankar Ghosh) সহ উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন(Anandamay Barman), এবং প্রচুর দলীয় কর্মী সমর্থক।
রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি(Siliguri) সহ ৪ পুরনিগমে ভোট হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে নেমে পড়ল বিভিন্ন রাজনৈতিক দল।
আরও পড়ুন- BJP: জানুয়ারিতেই রাজ্যে আসছেন অমিত শাহ-জেপি নাড্ডা, স্থির করা হবে পুরভোটের রণকৌশল
বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে(Siliguri) লড়াই করে জয় পেয়েছে বিজেপি(BJP)। সেই লড়াই থেকে শিক্ষা নিয়েই আগামীতে যে কোনও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে দল, জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ(MLA Shankar Ghosh)। তিনি আরও জানান, শিলিগুড়ি পুরনিগমের(Siliguri Corporation) বোর্ড গড়ার লক্ষ্যেই সর্বস্ব দিয়ে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি(BJP)।