রাজনীতির অলিন্দে তাঁরা যুযুধান। কিন্তু এবার সেই তৃণমূল-বিজেপি(TMC-BJP MLAs) বিধায়করাই দিলখোলা আড্ডায় শামিল হলেন। তাও আবার যে সে জায়গা নয়, একেবারে রাজ্য বিধানসভায়(West Bengal Assembly)। আর এই আড্ডার ভিডিও পোস্ট করলেন বারাকপুরের বিধায়ক তথা তথ্য সংস্কৃতি বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী(MLA Raj Chakraborty)। মঙ্গলবার এই বৈঠকের মাঝেই চা-বিরতিতে আড্ডায় মেতে উঠলেন তৃণমূল-বিজেপি বিধায়করা।
জানা গিয়েছে, বিধানসভার এই জমাটি আড্ডায় ছিলেন শাসকদলের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, মনোরঞ্জন ব্যাপারী, রাজ চক্রবর্তী, ব্রজকিশোর গোস্বামীরা।অন্যদিকে হাজির ছিলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। অসীমের লেখা ছড়ার সূত্র ধরেই শাসক-বিরোধী পক্ষের আড্ডা জমে ওঠে। রাজনীতির 'যুদ্ধ যুদ্ধ' ভাব যে সবসময় বজায় থাকে না, তা এই ভিডিওতেই স্পষ্ট।
কিছুদিন আগেই দেব এন্টারটেইনমেন্টসের প্রযোজনায় দেব-মিঠুন (Dev-Mithun) অভিনীত ছবি 'প্রজাপতি'(Projapoti)-র ট্রেলারে দেখা যায় তৃণমূল সাংসদ দেব এবং বিজেপি-ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তীকে। তারপরেই জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সৌজন্যের বার্তা দেন স্বয়ং দেব। রাজনীতির (Politics) সঙ্গে অভিনয়ের কোনও যোগ নেই। বরং রাজনীতি সৌজন্যের হওয়া উচত্তৃণমূল সাংসদ। পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ না করে রাজনীতির বার্তা দিলেন তৃণমূল সাংসদ (TMC MP) তথা অভিনেতা দেব (Dev)।