নন্দীগ্রামে গেরুয়া ঝড়। সমবায় নির্বাচনে তৃণমূলকে কার্যত দুরমুশ করে দিল বিজেপি। শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামের ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে বড় জয় পদ্ম শিবিরের। ১২ আসনের মধ্যে ১১টি পেয়েছে বিজেপি। মাত্র ১টি আসন পেয়ে কোনওমতে মুখরক্ষা করেছে তৃণমূল।
ভেকুটিয়ার সমবায়ের নির্বাচন ঘিরে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছিল এলাকায়। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে গোলমালের অভিযোগ করে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। রীতিমতো লাঠি উঁচিয়ে মারমুখি দুই গোষ্ঠীকে কোনওক্রমে সামাল দেয় পুলিশ। কিন্তু তারপরেও শাসক-সন্ত্রাসের অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
উল্লেখ্য, নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চল দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। গত বিধানসভা ভোটে এই অঞ্চল থেকেই প্রায় ছ’হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী।