রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ফের খুনের অভিযোগ। নির্দল প্রার্থীর স্বামীকে খুনের অভিযোগ বীরভূমে। নিহত ব্যক্তির নাম দিলীপ মাহারা। তিনি বিজেপি কর্মী বলে দাবি তাঁর স্ত্রীর। বৃহস্পতিবার সকালে বীরভূমের মহম্মদবাজারের হিংলো অঞ্চলে সেরেন্ডা গ্রামে ওই কর্মীর দেহ উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, তাঁর স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন। প্রথম তিনি বিজেপি থেকেই দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে টিকিট দেয়নি বলে অভিযোগ। তাঁর স্বামীকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ। খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।
আরও পড়ুন: CPM-এর একই পরিবারের তিন প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে লড়াই বাবা, ছেলে ও মেয়ের
বৃহস্পতিবার সকালে এলাকায় একটি পুকুরের পাশে দিলীপের দেহ উদ্ধার হয়। স্থানীয়রাই প্রথমে দেখে পুলিশকে খবর দেয়। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে সন্দেহ। দেহে রক্তের দাগও পাওয়া গিয়েছে। শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।