শনি-রবিবার শিয়ালদহ মেন লাইনে বাতিল বহু লোকাল, ভোগান্তির শঙ্কা
সেতু মেরামতের কারণে বর্ধমান-হাওড়া লাইনের একগুচ্ছ ট্রেন আগেই বাতিল করা হয়েছে। এবার বাতিল করা হল শিয়ালদহ মেন লাইনের বেশকিছু ট্রেন।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম-নৈহাটির মধ্যে সেতু সংস্কারের কাজ চলবে। সে কারণেই ১১ ও ১২ ফেব্রুয়ারির শিয়ালদা থেকে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
শনিবার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল 31443 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল, 31450 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল, 31629 আপ শিয়ালদা-রানাঘাট লোকাল, 31636 ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। বাতিল থাকছে 31539 আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল, 31540 ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল, 31192 আপ কল্যানী সীমান্ত-নৈহাটি লোকাল।
রবিবার বাতিল থাকছে অনেক বেশি সংখ্যক ট্রেন। বাতিল করা হয়েছে 31411, 31471, 31415, 31419, 31429 আপ শিয়ালদা-নৈহাটি লোকাল। বাতিল 31414, 31418, 31420, 31426, 31436 ডাউন নৈহাটি-শিয়ালদা লোকাল।
বাতিল থাকবে 31611, 31615, 31617 আপ শিয়ালদা-রানাঘাট লোকাল এবং 31314, 31318, 31330, 31334 ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল।
বাতিল থাকছে 31233, 31261 আপ শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ও 31232, 31236 ডাউন ব্যারাকপুর-শিয়ালদা লোকাল।
এর বাইরে বাতিল 31513, 31525 আপ শিয়ালদা-শান্তিপুর লোকাল ও 31514, 31528 ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল।
বাতিল থাকছে 31815 আপ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল ও ডাউন 31814 কৃষ্ণনগর সিটি-শিয়ালদা লোকাল।
বাতিল 31913, 31914 আপ ও ডাউন শিয়ালদা গেদে লোকাল।