খানাখন্দে ভরা রাস্তায় ফের দুর্ঘটনার কবলে বাস। বাঁকুড়ায় কুচিয়াড়া বাসস্ট্যান্ডের কাছে উল্টে যায় আদ্রাগামী একটি বাস। রবিবার সকালে এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরেই রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা।
জানা গিয়েছে, খাতড়া থেকে আসা ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কুচিয়াড়া এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম হন বেশ কয়েক জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খাতড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করা খাতড়া মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন আছেন বাসযাত্রীরা।
বাসযাত্রীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার অবস্থা বেহাল। সুপুর থেকে দেউলাগড়া পর্যন্ত রাস্তা এতটাই খারাপ, যেকোনও সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। তাঁদের কথায়, রবিবারের এই ঘটনা দেখিয়ে দিল পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে।
আরও পড়ুন- West Bengal Weather Update: লক্ষ্মীপুজোতেও বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে, কলকাতায় চলবে মেঘ-রোদ্দুরের খেলা
অন্যদিকে, দুর্ঘটনা পরেই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হব স্থানীয়রা। রীতিমতো ব্যানার নিয়ে বাঁশ ফেলে পথ অবরোধ শুরু করেন এলাকার মানুষজন। এদিনের অবরোধে সমস্যা পড়েন অসংখ্য নিত্যযাত্রী। তবে প্রশাসনিক আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ উঠে যায়।