গাড়ির তেল চুরি নয় বরং আস্ত বাস চুরি করে পালাতে গিয়ে রবিবার ভিআইপি রোডের কাছে একটি গাড়িতে ধাক্কা মারে বাস চালক। ঘটনায় মৃত্যু হয় তিন যাত্রীর। জানা গিয়েছে, বাস চুরি করে বেপরোয়া গতিতে পালাতে গিয়েই এই ঘটনা ঘটান চালক। মারাত্মক জখম অবস্থায় বাস চালককে গ্রেফতারের পর, চুরির প্রসঙ্গ জানতে পেরেছে পুলিশ।
West Bengal Weather Update: মেঘে ঢাকা কলকাতার আকাশ, মঙ্গলেও দিনভর বৃষ্টি , হাওয়াবদল কবে থেকে?
রবিবার মাঝরাতে লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ঘটনাটি ঘটে৷ তদন্তকারীরা জানান, ৪৪ নম্বর রুটের একটি বাস নিয়ে পালাচ্ছিল গাজিউল্লা মোল্লা নামে ওই চালক। জানা গিয়েছে, মেয়ের বিয়ে দিয়ে ফিরছিলেন শিবশঙ্কর রথি (৬৫)। সঙ্গে ছিলেন তাঁর মা কমলা রথি (৮০) এবং পুত্র শ্রীবৎস রথি (২৪)। দুর্ঘটনার জেরে তিনজনেরই মৃত্যু হয়। বাসটিকে ধাওয়া করছিল পুলিশ, তখনই সজোরে আরেকটি বাসে ধাক্কা মারে চালক।