ধর্মতলার বাস টার্মিনাসটি কাছের ট্রাম ডিপোতে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব জমা জমা পড়ল পরিবহন দফতরে। বাস মালিকদের সংগঠনের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের যুক্তি, এর ফলে যাত্রীদের যেমন সুবিধা হবে তেমন আদালতের নির্দেশ কার্যকর করতেও কোনও সমস্যা হবে না। পাশাপাশি এর ফলে বেসরকারি পরিবহন ব্যবস্থাও খুব একটা সমস্যায় পড়বে না।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্মতলা থেকে বাস টার্মিনাসটি সরিয়ে ফেলতে উদ্য়োগী হয়েছে রাজ্য পরিবহন দফতর। তাদের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বাস স্ট্যান্ডগুলি ব্যবহার করতে পারেন বাস মালিকরা। পরিবহন দফতরের শীর্ষ কর্তাদের সঙ্গে মালিকদের এই বিষয়টি নিয়ে বৈঠকও হয়। যদিও সেই বৈঠকে কোনও পক্ষই একমত হতে পারেনি।
বাস মালিকদের যুক্তি, ধর্মতলায় বাস টার্মিনাস থাকার ফলে যাত্রীদের খুবই সুবিধা হয়। পাশাপাশি বাস চালক ও কন্ডাক্টারাও কিছু সময় বিশ্রাম পান। শহরের অন্যত্র বাসস্ট্যান্ড হলে বেসরকারি পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে জানিয়েছেন বাস মালিকরা।
এপ্রসঙ্গে সিটি সাবআর্বান বাস সার্ভিসেসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, বাস মালিকরা চান না কোনও যাত্রীর সমস্যা হোক। সেকারণে ট্রাম ডিপোটি বাস টার্মিনাস হিসেবে ব্যবহার করার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।