ফোন হোক বা ল্যাপটপ অ্য়াপেলের প্রডাক্ট পছন্দ করেন না এমন কেই নেই। কিন্তু দাম তুলনায় অনেকটাই বেশি হওয়ার জন্য অনেকেই পিছিয়ে আসেন। এবার অ্য়াপেল প্রেমীদের ইচ্ছা পূরণ করবে অ্য়ামাজন। তাদের প্রাইম ডে সেলে বিপুল ছাড়ে পাওয়া যাচ্ছে অ্য়াপেলের একাধিক ডিভাইস।
অ্য়াপেলের লেটেস্ট সিরিজ মোবাইল সিরিজ আইফোন ১৪ সহ ম্যাকবুক এয়ার এবং অ্য়াপল ওয়াচে পাওয়া যাবে প্রচুর ছাড়। ১৬ তারিখ পর্যন্ত ওই সুবিধা পাওয়া যাবে। এছাড়াও অ্য়ামাজনের ক্রেডিট কার্ড থাকলেও অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
গতবছরের সেপ্টেম্বরে লঞ্চ হয় আইফোন ১৪। ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৭৯ হাজার ৯৯০ টাকা। তবে সেল চলাকালীন মাত্র ৬৫ হাজার ৯৯৯ টাকায় এই ফোন পারবেন।
অন্যদিকে ২০২০ এডিশনের Macbook Air এর দাম ৯২ হাজার ৯০০ টাকা। কিন্তু সেলে এই ল্যাপটপ কিনতে পারবেন ৮১ হাজার ৯৯০ টাকায়। এর সঙ্গে EMI এরও সুবিধা রয়েছে।
অ্য়াপেল ওয়াচ ৮ সিরিজে ১২ হাজার ৯১০টাকা ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। ৪৫ হাজার টাকা দাম থাকলেও সেল চলাকালীন ৩২ হাজার টাকায় পাওয়া যাবে।