পঞ্চায়েত ভোটের আগে ফের সিএএ (CAA) ও এনআরসি (NRC) ইস্যু উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । মঙ্গলবার বনগাঁয় একটি দলীয় কর্মসূচিতে গিয়ে বিরোধী দলনেতা বললেন, স্বপ্নপূরণ হবে । সিএএ চালু হবে খুব শীঘ্রই । এদিন, এনআরসির (NRC) পক্ষেও সওয়াল করেছেন তিনি ।
বনগাঁয় বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে এসেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu on NRC, CAA) । সেখানে তিনি বলেন, "সিএএ আইন পাশ হয়েছে। আমি বলতে গিয়েছিলাম, কবে চালু হবে সিএএ? নিশ্চিত থাকুন, অচিরেই স্বপ্নপূরণ হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন । প্রধানমন্ত্রী যা কথা দেন সে কথা তিনি রাখেন। এটা সবাই জানে।" শুভেন্দুর কথায়,অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ঠাকুরনগরে এসে কথা দিয়েছেন । সেকথা তাঁরা রাখবেন ।
আরও পড়ুন, Mamata Banerjee: হড়পা বানে মৃতদের পরিবারের একজনকে চাকরি, উদ্ধারকারীকে ১ লাখ টাকার চেক মুখ্যমন্ত্রীর
শুভেন্দুর বক্তব্যে শুধু সিএএ নয়, এনআরসি প্রসঙ্গও উঠে আসে । শুভেন্দু বলেন, এনআরসি চালু হওয়াটা দরকার । এছাড়া, জন্ম নিয়ন্ত্রণ আইন চালু করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। শুভেন্দুর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মমতাবালা ঠাকুর । তাঁর কথায়, ভোট এলেই এ রাজ্যের বিজেপি নেতারা এনআরসি এবং সিএএ হবে বলে বেড়ান। এখন পঞ্চায়েত ভোট আসছে। তাই হয়তো এ কথা বলা হচ্ছে ।