রাত পেরোলেই 'নন্দীগ্রাম দিবস'। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে নন্দীগ্রামে শহীদ তর্পণের অনুমতি পেলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রতিবছর ১৪ মার্চ নন্দীগ্রামে 'শহীদ দিবস' পালন করে আসছে তৃণমূল। এবার তাদের পাশাপাশি বিজেপির তরফেও শহীদ তর্পণের আর্জি জানিয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু বিজেপির অভিযোগ, এলাকার নিরাপত্তার 'অজুহাত' দেখিয়ে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি।
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। সেখানেই শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, সকাল ৮টা থেকে ওই সভা শুরু করতে হবে বিজেপিকে। ২ ঘণ্টার মধ্যেই ওই সভা শেষ করতে হবে। কারণ সকাল ১১টা থেকে তৃণমূলের উদ্যোগে শহীদ তর্পণ করা হবে। উল্লেখ্য, নন্দীগ্রামের বিজেপি বিধায়কের হয়ে মামলাটি করেন সুভাষ দাস অধিকারী।
আরও পড়ুন- Hooghly Road Accident: পরপর গাড়িতে ধাক্কা বেপরোয়া লরির, দুর্ঘটনায় মৃত ২, জখম ৩