এরা শিক্ষক !...আদালত সব জঞ্জাল আগে সরাবে । বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি সংক্রান্ত একটি মামলায় সিবিআইয়ের (CBI) রিপোর্ট দেখে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Biswajit Basu) । তাঁর কথায় বেআইনিভাবে চাকরি পাওয়ায় (Recruitment Scam) গোটা সমাজের বিশ্বাসকে নষ্ট করা হয়েছে ।
বৃহস্পতিবার গ্রুপ ডি সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাশে পেশ করা হয় । সিবিআইয়ের এই রিপোর্ট দেখে অবাক হয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু । রিপোর্ট দেখে বিচারপতি বলেন, ‘এটা তো কিছুই নয়। হিমশৈলের চূড়ামাত্র। এরা শিক্ষক! এরা সমাজকে তৈরি করেন?’তাঁর কথায়,যাঁরা দোষী তাঁদের সকলের চাকরি যাওয়া উচিত। এই মামলায় সিবিআইকে পার্টি করার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই রিপোর্ট দেখে একটি আবেদন করেন । যাঁরা টাকা দিয়ে, বা অন্য কিছুর বিনিময়ে চাকরি পেয়েছেন, তাঁদের নিজে থেকে চাকরি ছাড়ার জন্য আবেদন করেন তিনি । পাশাপাশি এও জানান, যাঁরা নিজে থেকে চাকরি ছাড়বেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।