রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া নির্দেশ। বুধবার, শতাধিকের বেশি শুন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিনের শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫০৬ টির মধ্যে ৩২৮ টি পদ ফাঁকাই রয়েছে। বুধবার সেই সমস্ত শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
শুধু ৩২৮ জন নয়, আরও ৫ শতাংশ বেশি অর্থাৎ আরও ৯২ জন অর্থাৎ মোট ৪২০ টি পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ১৭ এপ্রিলের মধ্যে প্রকাশ করা হবে তালিকা৷ দীর্ঘদিন চলতে থাকা নিয়োগ দুর্নীতি মামলায় এটি বড় জয় হিসেবেই দেখছেন মামলাকারী প্রার্থীরা৷