২১ জুলাই যে স্থানে মঞ্চ বেঁধে তৃণমূলের সভা হয় , সেখানেই সভা করার অনুমতি মিলল না আইএসএফের। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর আগে ISF-কে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দিলেও, শুক্রবার তা খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Rail Roko : উত্তরবঙ্গে রেল অবরোধ, ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকে বন্দেভারত
হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হল, রাস্তা আটকে সভা করতে পারবে না ISF, বদলে যেকোনও ইনডোর স্টেডিয়ামে সভা করতে পারবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রেও সভা করার অনুমতি রয়েছে। এর আগে, ISF এর সভায় অশান্তির অভিযোগ রয়েছে, সেই থেকেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে হাইকোর্টের তরফে।