উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে মৃতের পরিবার। বুধবারই মেয়ের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেন নাবালিকার বাবা। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা লড়বেন বিজেপি আইনজীবী সেলের কনভেনর লোকনাথ চট্টোপাধ্যায়।
গত শুক্রবার উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের ঘটনায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে পুলিশ দাবি করে, মেয়েটি আত্মহত্যা করেছে। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও বিষপানে চিহ্ন মেলে।
আদিবাসী সংগঠনের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি আদিবাসী সংগঠনের আক্রমণে বেশ কয়েক জন পুলিশ জখম হয়েছেন বলে অভিযোগ।