মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি হচ্ছে না। পরিবর্তে ওই আবেদনের শুনানি হবে বুধবার। যদিও এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্য, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা এড়ানোর বিষয়টি আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত তিনি। সেকারণে হাজির হতে পারেননি। সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন অভিষেক। কিন্তু ইডিকে লিখিতভাবে কিছু না জানানোয় প্রশ্ন তোলেন বিচারপতি।
নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে তিনি এদিন হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া যাতে ব্যহত না হয় তার জন্যও তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেকারণে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।