সরকারি কর্মচারীদের ডিএ মামলায় আরও বিপাকে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা (Contempt Of Court) দায়ের হল হাইকোর্টে (High Court)। তিন মাসের মধ্যে বকেয়া ডিএ পরিশোধের নির্দেশ দেয় হাইকোর্ট। গত মে মাসে এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গত ১৯ অগস্ট সেই তিন মাসের সময়সীমা উত্তীর্ণ হলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি নবান্ন। তাই রাজ্যের বিরুদ্ধে এবার আদালত অবমাননার মামলা দায়ের হল।
কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়ি এই মামলা দায়ের করেছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী বুধবার ২৪ অগস্ট এই মামলার শুনানি হবে হাইকোর্টে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই ওই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে। আগামী ২৯ অগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু কর্মচারীদের দাবি, সেই মামলার প্রতিলিপি সংগঠনগুলিকে দেওয়া হয়নি।
আরও পড়ুন- Bidhan Nagar: ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার বিধাননগর পুরনিগমের, পদযাত্রা মেয়র কৃষ্ণা চক্রবর্তীর
উল্লেখ্য, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বকেয়া ৩২ শতাংশ ডিএ মেটানোর দাবি জানিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এই নিয়েই দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে।