মুকুল রায়কে (Mukul Roy) গ্রেফতার করার দাবি তুললেন কুণাল ঘোষ! প্রবীণ তৃণমূল নেতাকে 'বিজেপি নেতা'র তকমা দিয়ে 'প্রভাবশালী চক্রান্তকারী ' বলে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল। তাঁর বিস্ফোরক টুইটকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে।
টুইটারে কুণালের (Kunal Ghosh) দাবি, এখনই সারদাকাণ্ড এবং নারদ তদন্তের স্বার্থে সিবিআই ও ইডি বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের উচিত মুকুল রায়কে গ্রেফতার করা। অতীতে যে তিনি দুই তদন্তকারী সংস্থার কাছে মুকুলের সঙ্গে যৌথ জেরায় ডাকার আর্জি জানিয়েছেন তা মনে করিয়ে মুকুল সম্পর্কে কুণালের দাবি, ‘‘তিনি একজন প্রভাশালী চক্রান্তকারী। নিজেকে রক্ষার জন্য তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করেন। মুকুল রায়কে ছেড়ে দেওয়া উচিত নয়।’’
আরও পড়ুন: TMC: রাজ্যপালের অপসারণ চেয়ে প্রস্তাব, রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে তৃণমূলের চিঠি
মুকুল রায় বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন। পরে ফিরে আসেন তৃণমূলে। কুণাল তৃণমূলেরই নেতা। নিজের দলের নেতাকেই গ্রেফতার দাবি তুলে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।