তপন কান্দু খুনে(Tapan Kandu Murder Case) সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। টানা ২১ ঘন্টা জেরার পর গ্রেফতার তৃণমূল নেতা(TMC Leader) সত্যবান প্রামানিক। পেশায় হাইস্কুলের চতুর্থ শ্রেণির এই কর্মীর আদি বাড়ি ঝালদার(Jhalda) ঝাড়খন্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। বর্তমানে তিনি থাকেন ঝালদা শহরের হাটতলায়।
জানা গেছে, হাটতলায় ধৃত ব্যক্তির ধাবার পাশেই রয়েছে নিহত তপন কান্দুর হোটেল। নরেনের ছায়াসঙ্গী হিসাবে এলাকায় পরিচিত ছিল এই সত্যবান। সিট(SIT) তাঁকে কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় এই তৃণমূল নেতাকে(TMC Leader) ছেড়ে দেওয়া হয়। সেই থেকে তিনি তার হেঁসাহাতু গ্রামে। মঙ্গলবার সেখান থেকেই তাঁকে গাড়িতে করে বেস ক্যাম্পে নিয়ে যায় সিবিআই।
মঙ্গলবার গভীর রাত পর্যন্ত সত্যবানকে টানা জেরা করে সিবিআই(CBI)। এমনকি তাঁকে এসডিপিওর(SDPO Purulia) সঙ্গে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়। সিট(SIT) সত্যবানকে জেরা করে কী তথ্য পেয়েছিল তাও জানতে চান সিবিআই কর্তারা। টানা ২১ ঘণ্টা জেরা করার পর মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় তাঁকে। উল্লেখ্য, ধৃত সত্যবানের স্ত্রী বিমলা ২০১৩ সালে কংগ্রেসের(Congress) টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সদস্য হন। পরে তিনি তৃণমূলে(TMC) যোগ দেন।