অনুব্রতর বিরুদ্ধে চার্জশিট জমা সিবিআইয়ের। গরুপাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে চার্জশিট। ৫৭ দিনের মাথায় চার্জশিট জমা সিবিআইয়ের। ৪০ পাতার এই চার্জশিটে দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারার উল্লেখ রয়েছে।
অন্যদিকে, শুক্রবারই অনুব্রতর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে আসানসোল জেলে যান ইডি আধিকারিকরা। দিল্লির এই দলের হাতে এসেছে একাধিক সম্পত্তির হদিশ। তার উৎস সন্ধানেই সায়গলকে জেরা করতে চায় ইডি।
আরও পড়ুন- CPM Book Stall : পুজোয় বই বিক্রিতে রেকর্ড সিপিএমের, যাদবপুরে বিক্রি প্রায় পাঁচ লাখ টাকার বই
ইডি সূত্রে খবর, সায়গলের স্ত্রী ও মায়ের নামে বিপুল সম্পত্তি রয়েছে। কিন্তু কীভাবে ওই সম্পত্তি তাঁদের কাছে এল, তা জানতে তাঁদের তলব করেছে ইডি। তবে শুধু অনুব্রত বা সায়গল নয়, গরুপাচারের এই টাকা যেত বিভিন্ন জনের কাছে। তদন্তে নেমে আপাতত এটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।