বীরভূমের বগটুই কাণ্ডে অবশেষে চার্জশিট পেশ। সোমবার ৯০ দিনের মাথায় চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, সিবিআই চার্জশিটে নাম আছে তৃণমূল নেতা আনারুল শেখ সহ সহ অভিযুক্ত ১৮ জনের। গত ২১ মার্চ তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পর উত্তাল হয়ে ওঠে বগটুই। গত ২৪ মার্চ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় আনারুলকে। এদিন রামপুরহাট আদালতে মুখবন্ধ খামে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ২৫ মার্চ থেকে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। সিবিআইয়ের আইজি অখিলেশ কুমার সিংয়ের নেতৃত্বে বগটুই গ্রাম ঘুরে একাধিক নমুনা সংগ্রহ করে সিবিআই। যদিও মূল অভিযুক্ত লালন শেখ এখনও ফেরার। প্রাথমিকভাবে ২৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে দুজন নাবালক জামিনে রয়েছে।
আরও পড়ুন- Landslide in Darjeeling: ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় জারি লাল সতর্কতা
উল্লেখ্য, গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের পরে একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তদন্তে ২২ মার্চ রাজ্য সরকার সিট গঠন করার পরে ২২ জনের নাম উল্লেখ করে ঘটনায় জড়িত আরও ৭০- ৮০ জনের বিরুদ্ধে মামলা শুরু হয়। ২২ মার্চ ২০ জনকে গ্রেফতারও করা হয়।