আরও বিপাকে বীরভূমের 'কেষ্ট'। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আরও সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, অনুব্রতের ব্যক্তিগত হিসাবরক্ষক মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সোমবার মণীশকে নিজাম প্যালেসে তলব করা হয়। সেখানেই তাঁর কাছ থেকে বিভিন্ন তথ্য এবং নথি নেওয়া হয় বলে খবর।
গরু পাচার মামলায় অনুব্রত গ্রেফতার হতেই তাঁর এবং তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। সেই তদন্তে অনুব্রত-কন্যা সুকন্যা থেকে বোলপুরের পুরসভার গাড়িচালক বিদ্যুৎবরণ গায়েন— একাধিক ব্যক্তির ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন স্থাবর এবং অস্থাবর সম্পত্তি’ পাওয়া গিয়েছে বলে খবর। সোমবারই সিউড়ি এবং বোলপুরের একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিকদের নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তৃণমূল নেতার ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যতলাশ হয়। ডাকা হয়েছিল মণীশ কোঠারিকেও। তবে প্রাপ্ত সম্পত্তির পরিমাণ সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ হয়নি।
আরও পড়ুন- Paresh Pal : সিবিআই হাজিরায় সিজিও কমপ্লেক্সে তৃণমূল বিধায়ক পরেশ পাল
উল্লেখ্য, গত ১৭ অগস্ট বোলপুরে হানা দিয়ে প্রথমেই অনুব্রতর হিসাবরক্ষক মণীশকে ডেকে পাঠায় সিবিআই। সেদিন টানা দু’ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তখন মণীশের কাছে অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তির হিসাব জানতে চেয়েছিল সিবিআই। পরবর্তীতে মণীশের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই।