শেষ হয়েও হল না শেষ। নিয়োগ দুর্নীতির তদন্তে এবার তেহট্টের বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত এলাকার তৃণমূল নেত্রী ইতি সরকারের বাড়িতে তল্লাশি শুরু করল সিবিআই। ইতি তৃণমূলের ব্লক সভাপতি বলে পরিচিত। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই সূত্রেরই তাপসের ছেলে সাগ্নিককেও বেঙ্গালুরুতে জেরা করা হয়েছে। টানা ১৫ ঘণ্টা জেরার পর বিধায়কের বাড়ি থেকে শনিবার সকালেই বেরিয়ে গিয়েছিল সিবিআইয়ের দল।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এসে শনিবার ভোরে কাকভোরে তাপসের পুকুরপাড়ে তল্লাশি চালায় সিবিআই। শুক্রবার যেখানে কিছু নথি পোড়ানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাস্থল খতিয়ে দেখে পোড়া নথির বেশ কিছু নমুনা সংগ্রহ করে সকালেই বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা।
এর আগেই অবশ্য গোটা ঘটনায় তাঁকে ফাঁসানো হয়েছে বলেই অভিযোগ করেছিলেন বিধায়ক তাপস সাহা। তিনি রাজনীতির শিকার বলে দাবি করেছিলেন। শনিবার তিনি জানিয়েছেন, বিজেপি এবং তাঁর দল তৃণমূলের বেশ কয়েকজন একসঙ্গে হয়ে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন।