গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার বোলপুরে অনুব্রতের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, সেই সময় বাড়ির ঠাকুরঘরে ছিলেন অনুব্রত মণ্ডল। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তদন্তে অসহযোগিতা, আর্থিক অসঙ্গতি ও গরুপাচার কাণ্ডে একাধিক কলরেকর্ডের ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই। এরপর আসানসোল জেলা হাসপাতালের উদ্দেশে তাঁকে নিয়ে রওনা হন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবারই তাঁকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে সিবিআইয়ের দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে।
গত দেড় বছর ধরে ১০ বার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অনুব্রত মণ্ডলকে। একবার হাজিরা দিলেও ৯বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের একাধিক ফোন রেকর্ড সিবিআইয়েরহাতে আসে।
আরও পড়ুন: দেশের ১৪-তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ জগদীপ ধনখড়ের, শপথগ্রহণে থাকল না তৃণমূল
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার অনুব্রতের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। সেখান থেকেও বেশ কিছু নথি উদ্ধার করা হয়। তাঁকে গ্রেফতার করে আসানসোল আদালতে তুলতে পারে সিবিআই। এরপর গরুপাচার কাণ্ডের একাধিক বিষয় নিয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা।