গরু পাচার মামলায় অনুব্রত-কন্যাকে নোটিশ ধরালো সিবিআই। আগামী সোমবারের মধ্যেই তাঁর কোম্পানির যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোম্পানির যুগ্ম ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েনকেও তলব করেছে সিবিআই।
গরুপাচার মামলায় তদন্ত শুরু হতেই অনুব্রতর স্কুল শিক্ষিকা মেয়ের নামে একাধিক ব্যবসার হদিশ পান তদন্তকারীরা। সুকন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে ১৬০ ধারায় নোটিশ ধরায় সিবিআই। সেখানে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে যুগ্ম ডিরেক্টর সুকন্যা এবং বিদ্যুৎকে।
আরও পড়ুন- Manik Bhattacharya: রাতেই সিজিও এলেন পুত্রবধূ, ইডি হেফাজতে মানিকের প্রথম রাত কেমন কাটল?
অনুব্রতর নামে জমা দেওয়া চার্জশিটেও এই কোম্পানির উল্লেখ রয়েছে। এই একটি কোম্পানির নামেই একাধিক সম্পত্তি কেনার দাবি তদন্তকারীদের। উল্লেখ্য, বুধবার অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব মজুমদারকে ডেকে পাঠায় সিবিআই।