রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল CBI এর গোয়েন্দারা। চেতলার বাড়িতে চলছে তল্লাশি অভিযান। বাড়ির বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে তল্লাশির খবর পেতেই সেখানে জমায়েত করেছেন ফিরহাদের অনুগামীরা। বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমানে ওই বাড়িতেই রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
রবিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে নিজাম প্যালেস থেকে বের হন CBI গোয়েন্দারা। সেখান থেকে সোজা ফিরহাদের বাড়িতে পৌঁছন। বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন ফিরহাদের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। তাঁকেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। দীর্ঘক্ষণ জওয়ানদের সঙ্গে কথাকাটাকাটির পর তাঁকে বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়।