কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পর এবার মদন মিত্রের বাড়িতেও পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। রবিবার সকালে ওই তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছয় CBI এর একটি দল।
এর আগে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে পৌঁছন CBI আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় চলছে তল্লাশি। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এদিকে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে CBI পৌঁছতেই ভিড় জমান অনুগামীরা। তবে পুরো বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রাথমিকভাবে একটি সূত্র মারফত জানা গিয়েছে, বাড়িতেই রয়েছেন মদন মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও খবর পাওয়া যাচ্ছে।
Read More- মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি
শুধু ফিরহাদ বা মদন মিত্র নয়, রাজ্যের আরও কয়েকজন পুর প্রধানের বাড়িতেও হানা দিয়েছেন CBI গোয়েন্দারা। এমনই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে।