বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আসানসোল জেলে গিয়ে জেরা করেছে সিবিআই। এর মধ্যেই বোলপুরের বিভিন্ন জায়গায় হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। বোলপুরের এক ঠিকাদারের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বৃহস্পতিবার সকাল থেকে বোলপুরের একাধিক জায়গায় হানা দেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের একটি দল বোলপুরের রবীন্দ্রনাথ ঘোষ নামে এক ঠিকাদারের বাড়ি যায়। তিনি অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ঠিকাদার হিসেবে কাজ করেন রবীন্দ্রনাথ। তদন্তকারীরা যখন বাড়িতে আসেন, তিনি বাড়িতে ছিলেন না। তদন্তকারীরা পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্রনাথের ঠিকাদারি সংস্থার আর্থিক লেনদেন নিয়েও খোঁজখবর নেন সিবিআই আধিকারিকরা।
এরপর সিবিআই হানা দেয় কালিকাপুরেরই বাসিন্দা মিহিররঞ্জন রায় নামে একজনের বাড়িতে। জানা গিয়েছে, মিহির কয়েকবছর আগে এলাকার একটি পুকুরের একাংশ বিক্রি করেন অনুব্রত মণ্ডলকে। গতবছর সেই জমির রেজিস্ট্রি হয়। সেই তথ্য জানতেই মিহিরের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে শান্তিনিকেতনে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে যান শ্যামল কুমার মণ্ডল নামে একজন। জানা গিয়েছে, বোলপুরের 'ভোলেবোম' চালকলটি তাঁর কাছ থেকেই কেনা হয়েছিল। পাশাপাশি নীলা্জন পাণ্ডে নামে একজনের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন তাঁর থেকে মুড়ি মিল কেনেন।