নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে সিবিআই জেরা অব্যাহত। শুক্রবার বিকেল থেকে এলাকার বিভিন্ন জায়গা ঘুরে আপাতত বিধায়কের বাড়ি থেকে ৬৮টি নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। শুক্রবার বিকেলে তেহট্টে যান সিবিআই অফিসাররা। তখন স্থানীয় একটি দোকানে বসেছিলেন বিধায়ক। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত সব প্রশ্নের জবাব দিয়েছেন তাপস। কোনও প্রশ্ন এড়িয়ে যাননি। যেখানে যেখানে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সব জায়গাতেই সিবিআইকে সাহায্য করেছেন তৃণমূল বিধায়ক।
দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্ট বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মতো শুক্রবার তেহট্টে যান সিবিআই আধিকারিকররা। বিধায়কের দুটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তাপস সাহা জানিয়েছিলেন, তিনি সিবিআইকে সবরকম সাহায্য করবেন। সেই মতো তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধিকারিকদের চা খাওয়াতেও দেখা গিয়েছে। যা রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে এক বিরল ঘটনা বলেই দাবি করা হয়েছে।
এসবের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় স্থানীয় স্কুল কলেজ থেকে একাধিক জায়গায় তাপসকে নিয়ে ঘুরে বেড়িয়েছে সিবিআই। রাত পর্যন্ত চলেছে দীর্ঘ জেরা।